Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস ১২ ইসলামি দলের


৬ নভেম্বর ২০১৮ ১৭:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ১২ ইসলামি দলের নেতারা।

গণভবনে ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (৬ নভেম্বর) এ তথ্য জানান।

ইসলামি দলগুলোর সঙ্গে সংলাপ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। প্রত্যেক দলের নেতারা প্রত্যকে নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছে। সংলাপে ইসলামী ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।’

তিনি বলেন, ‘একটা বিষয়ে সকলে একমত হয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে দেশ যেভাবে পরিচালিত করেছেন এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন এবং আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ক্ষমতায় ফিরে আসেন সে ব্যাপারে তারা সার্বিক সহযোগিতা করবেন বলে অকপটে জানিয়েছেন।’

বৈঠকে দ্বিমত বলতে কিছু ছিল না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাগ্রহণ চলবে।

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সংলাপ শেষে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা বর্তমান চলমান ধারাকে শক্তিশালী করতে চাই। আমরা আশা করি, দেশের বৃহত্তর স্বার্থে সরকার একটি সুন্দর সাবলীল এবং গ্রহণযোগ্য নির্বাচন দান করবেন-এ বিষয়ে সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে।
তিনি বলেন, ‘আমরা চাই গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সুন্দর সংসদ যাতে চলমান থাকতে পারে এবং দেশের চলমান উন্নয়ন গতিশীলতা পায়, সে লক্ষে আমরা অঙ্গীকার করেছি।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আসুন আমরা শান্তির পথ অনুসরণ করি। আরেকটি রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই, শান্তি সৌহার্দ্য।’

সারাবাংলা/এনআর/একে

বিজ্ঞাপন

গণভবন সংলাপ

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর