।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নাশকতার মামলায় জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ও এক কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার আলীহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৫৬) ও পালিবটতলি গ্রামের মোতালেব হোসেন (৩৫)। মান্নান আলিহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও মোতালেব জামায়াতের সক্রীয় কর্মী।
এছাড়া অপরজন পাঁচবিবি উপজেলার নিলতা গ্রামের মামুনুর রশীদ(২৬)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নান ও মোতালেব হোসেন নামের দুই জামায়াত সদস্যকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও মালেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মামনুর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সারাবাংলা/এসএমএন