Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠক চলছে ইসিতে


৮ নভেম্বর ২০১৮ ১১:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনের তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করতে কমিশনার সভায় বসেছে নির্বাচন কমিশন। ধারনা করা হচ্ছে- বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দিন আহম্মদ বৈঠকে বসেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে এই আলোচনা করছে নির্বাচন কমিশন। তবে অপর একটি সূত্র বলেছে, একাধিক তারিখ হাতে রাখছে নির্বাচন কমিশন।

২০ ডিসেম্বর কোনো কারণে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হলে পরবর্তী তারিখ হতে পারে ২৩ ডিসেম্বর রোববার, জানিয়েছে সূত্র।

সাধারণত তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত ৪৫ দিন হাতে থাকে। সেক্ষেত্রে ২০ ডিসেম্বর নির্বাচন হলে নির্বাচন হবে ৪২ দিন পর এবং ২৩ ডিসেম্বর হলে নির্বাচন হবে ঠিক ৪৫ দিন পর।

এর আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন জোট ও দল ইসির সঙ্গে বৈঠক করে।

সারাবাংলা/জিএস/জেএএম

তফসিল নির্বাচন কমিশন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর