খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার : রিজভী
৮ নভেম্বর ২০১৮ ১৪:২০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা।
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা শুরুই হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, আর সেই মুহূর্তে দেশনেত্রীকে কারাগারে প্রেরণ করার উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ঙ্কর চক্রান্ত। দেশনেত্রী খালেদা জিয়ার ডাক্তার ও তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সৈয়দ আতিকুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন, ডাক্তার আতিক বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছুটির ছাড়পত্র দেননি এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জলিলুর রহমান বর্তমানে দেশের বাইরে, এমতাবস্থায় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়পত্র দিতে বাধ্য করতে চাপ সৃষ্টি করেছে।’
চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠিয়ে খালেদা জিয়ার জীবনকে বিপন্ন করার অথবা শারীরিকভাবে চিরতরে পঙ্গু করার চক্রান্ত বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়া সুস্থ হোক, এটি বিদ্বেষপ্রবণ সরকার কখনো চায় না। সরকারের সৌজন্যবোধ ও হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে বলেই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার ওপর চালানো হচ্ছে অমানবিক নিপীড়ন।’
চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।
সারাবাংলা/এসও/এসএমএন