Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৯

ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন— সমবায় অধিদফতরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাত করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এমতাবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

সারাবাংলা/আরএম/এইচআই

ক্রিকেটার নিষেধাজ্ঞা বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর