Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা নয়-ইসি


৯ নভেম্বর ২০১৮ ১৫:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না বলে হুঁশিয়ারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন থেকে জানানো হয়েছে, আগামী সাতদিনের মধ্যে সকল ধরণের প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে যারা পোস্টার, তোরণ, গেটসহ নানা ধরণের প্রচারণা চালিয়েছে, নিজ উদ্যোগে তাদের প্রচারণ সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এরই মধ্যে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারদেরও নির্দেশনা দিয়েছে ইসি।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্য্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন কোনো ধরণের মিছিল, মশাল মিছিল বা শোডাউন করা যাবে না। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, মিছিল, মশাল মিছিল বা শোডাউন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছি।

হেলালুদ্দীন আহমদ বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়ে তিনি বলেন, আগামী রোববার থেকে সম্ভাব্য প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবে।

সারাবাংলা/জিএস/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর