কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৬৭%
১০ নভেম্বর ২০১৮ ১৪:১৩
।। কুবি করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১০ নভেম্বর) সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি আবেদনকারীদের মধ্যে প্রায় ৬৭.৭৫% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিট প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
আরও পড়ুন: ১৬ কর্মী দিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে হিমশিম কুবি প্রশাসন
এবছর বিজনেস স্টাডিজ অনুষদ অর্থাৎ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের অধীনে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করে।
এদিকে, শনিবার দুপুর ৩.০০ টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ছিল ৬১.২৫ শতাংশ।
সারাবাংলা/এনএইচ