Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতের গুলিতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু


১১ নভেম্বর ২০১৮ ১১:০৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

আশুলিয়া: আশুলিয়ায় ডাকাত দলের গুলিতে আবুল সরকার (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ নভেম্বর) ভোরে আশুলিয়ার দুর্গাপুর সরকারবাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত আবুল সরকার দুর্গাপুর সরকারবাড়ির হালিম সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার ভোরে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ীর বাড়িতে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাট করে তারা। এতে বাধা দেয়ায় ব্যবসায়ী আবুল সরকারকে গুলি করে হত্যা করে। পরে ব্যবসায়ীর লাইসেন্সকৃত একটি বন্দুক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

ঘুমন্ত ভাইকে হত্যা করে থানায় যুবক

আশুলিয়া ডাকাতি ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর