কক্সবাজারে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
৮ জানুয়ারি ২০১৮ ১২:৪৮ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৬
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হন। আহত হয়েছে ২ জন।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু থানার ওসি লিয়াকত আলী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেকনাফগামী একটি বাস মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিক্সা আর বাসের ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরও একজন। হতাহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
সারাবাংলা/ওএফএইচ/একে/এমএ