Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার


১৬ নভেম্বর ২০১৮ ১৩:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

শুক্রবার (১৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

রিজভী বলেন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী রোববার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হবে। প্রথমে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার, এরপর রাজশাহী বিভাগ। বাকিগুলো পরে জানিয়ে দেওয়া হবে।

মনোনয়ন বোর্ডের সদস্যদের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন।

গত সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম জমা নেওয়া শুরু করে দলটি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও মন্ত্রী-এমপিরা উদ্বোধনী অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন। পুরো নির্বাচনীব্যবস্থায় জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে।

নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে রিজভী বলেন, গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগের দিন মনোনয়নপ্রত্যাশীসহ বিভিন্ন জেলা থেকে আসা ৬৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জেএএম

নির্বাচন বিএনপি মনোনয়ন প্রত্যাশী

বিজ্ঞাপন

সীমান্তে ভুয়া পুলিশসহ আটক ২
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর