Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে বিপন্ন হবে স্বাধীনতা: জয়নুল


১৭ নভেম্বর ২০১৮ ১৩:৫৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশ-জাতি আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন বলেছেন, দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে স্বাধীনতা বিপন্ন হবে।

তিনি বলেন, একদিকে তিনবারের প্রধানমন্ত্রী ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। অপরদিকে তারুন্যের প্রতীক তারেক রহমান মিথ্যা মামলায় সাজা মাথায় নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। এই অবস্থায় জাতির ঐতিহাসিক প্রয়োজনে ড.কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। পরে তার সমর্থন নিয়ে আমরা জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট গঠন করেছি।

শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত মহাসমাবেশের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছে। সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। গত কয়েক বছর ধরে রাজনৈতিক উদ্দেশে গায়েবি ও ভৌতিক মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মী এবং আইনজীবীকে হয়রানি করছে এই সরকার। লাখ লাখ নেতাকর্মী আজ তাকিয়ে আছে আদালতের দিকে। তাই আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে আমাদের ভূমিকা পালন করতে হবে।

মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী সুব্রত চৌধুরী উপস্থিত রয়েছেন। এছাড়া সমাবেশে দেশের বিভিন্ন জেলা বার থেকে আইনজীবীরা উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেএএম

সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর