Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি টাকার রেকর্ড রাজস্ব আদায়


১৯ নভেম্বর ২০১৮ ২০:২৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ২০:৪২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। গত বছরের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ ১১ দশমিক ৩৫ শতাংশ বেশি। এবারের মেলায় রিটার্ন জমা দিয়েছেন ৪ লাখ ৮৯ হাজার করদাতা, যা গত বছরের চেয়ে ৪৫ শতাংশ বেশি। নতুন করে করের আওয়াতায় (ই-টিআইএন) এসেছেন প্রায় ৪০ হাজার মানুষ, যা গত বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। সব মিলিয়ে সারাদেশে সেবা নিয়েছেন প্রায় ১৬ লাখ করদাতা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

আরও পড়ুন- আয়কর মেলা: শেষ সময়ে উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কর অঞ্চল ও সার্কেল অফিসেও করদাতারা একই পরিবেশে রিটার্ন দাখিল করবেন। আর রিটার্ন জমা নেওয়ার ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, আয়কর সপ্তাহ একটি সৃজনশীল উদ্যোগ। এবারও সেবা দেওয়ার ক্ষেত্রে অতীতের প্রবণতা বজায় থাকবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

আরও পড়ুন- আয়কর মেলা: ছয় দিনে রাজস্ব আয় ১ হাজার ৮৯৯ কোটি টাকা

এনবিআরের তথ্য অনুযায়ী, নবম আয়কর মেলায় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত বছরের চেয়ে এর পরিমাণ ২৫১ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৬৭৪ টাকা বেশি। সে হিসাবে এবারের মেলায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ৩৫ শতাংশ। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন করদাতা। গত বছরের চেয়ে এবার ১ লাখ ৫২ হাজার ৮৬টি বেশি রিটার্ন জমা পড়েছে। সে হিসাবে রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ৪৫ দশমিক ৩৩ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, এবারের মেলায় ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। এই সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। নিবন্ধন নেওয়ার প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৫ শতাংশ। সব মিলিয়ে এবারের মেলায় সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন করদাতা। সেবা গ্রহীতায় প্রবৃদ্ধি প্রায় ৪০ শতাংশ।

এছাড়া, এবারের মেলায় অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা। আর ই পেমেন্টে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৫৮ টাকার কর জমা দিয়েছেন। এনবিআর বলছে, সব মিলিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলা ঘিরে সারাদেশের করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ছিল উৎসবমুখর পরিবেশও।

সারাবাংলা/ইএইচটি/টিআর

আয়কর মেলা এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড রেকর্ড রাজস্ব আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর