Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২০ নভেম্বর ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়পুরা উপজেলার মাহামুদাবাদে এ দুর্ঘটনা ঘটেছে। তৎক্ষণিক মৃতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী মরজাল এলাকা থেকে ভৈরব যাচ্ছিল। পথে নরসিংদী ও ভৈরবের সীমান্ত এলাকা রায়পুরার মাহামুদাবাদে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তরে জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহ দুটির পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এমএইচ

দুর্ঘটনা নরসিংদী নিহত ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর