Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত ও মাদক ব্যবসায়ীর মৃত্যু


২১ নভেম্বর ২০১৮ ১০:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি নিহতরা ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন।

বুধবার (২১ নভেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ের হারিয়াখালী বেড়িবাঁধে এঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র, ২১ রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সাবরাংয়ের কচুবনিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে নজির আহমদ ওরফে নজির ডাকাত (৩৮) ও হ্নীলার জাদিমোড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুল আমি (৩৫)।

এদের একজন পুলিশের তালিকাভুক্ত ডাকাত ও অন্যজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটক নজির ডাকাতকে নিয়ে বুধবার সকালে তার আস্তানায় যান পুলিশ সদস্যরা। এসময় সেখানে অবস্থান করা নজির ডাকাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এ দুইজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান ওসি।

পরে ঘটনাস্থল থেকে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর