Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল টাকাসহ ধরা পড়লো ফাঁসির আসামি


৩০ নভেম্বর ২০১৭ ১১:৩৯

সারাবাংলা প্রতিবেদক

বরিশালের কাউনিয়া থেকে ৪৫ হাজার টাকার জাল নোটসহ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হোসেন ওরফে আজমুলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তার কাছ থেকে জাল টাকা বিক্রির ২১ হাজার ৪শ’ টাকা, বাংলাদেশ ব্যাংকের সিল, সিল প্যাড, কালার প্যাড, খাতা জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সাবান ফ্যাক্টরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বড়ভাইকে হত্যার পর থেকে নাজমুল পলাতক ছিলেন। নাজমুল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর বাঁশবুনিয়া এলাকার জিয়াউল হকের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর নাজমুলের বড় ভাই আল-আমিন নিঁখোজ হন। পরের দিন কাঁঠালিয়ার দক্ষিণ চেচরী গ্রাম থেকে আল-আমিনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় ২০১৬ সালের ২৮ মার্চ তিন আসামির মধ্যে নাজমুলকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালত।

১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এটি

কাউনিয়া জাল টাকা ফাঁসি বরিশাল

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর