Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর


২২ নভেম্বর ২০১৮ ১৮:৫৯ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় পরীক্ষা শুরু হবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এবার ৯ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফিশারিজ- এই তিন অনুষদে মোট ২৪৫ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাহাড়তলী কলেজ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওমরগনি এম ই এস কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি, দামপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সারাবাংলা/আরডি/এমএইচ

আরও পড়ুন

‘বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ২৪০ মিলিয়ন ডলারের প্রকল্প’

সিভাসু’র উপাচার্য পদে ফের গৌতম বুদ্ধ দাশ

কেবল শিক্ষা নয়, উন্নয়নের জন্য চাই দক্ষতা: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর