Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৪ পুলিশ কর্মকর্তা


২২ নভেম্বর ২০১৮ ১৮:৪৩ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৮:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পদোন্নতি পেয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন চার কর্মকর্তা। বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে উপসচিব কামরুল আহসান তালুকদারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া চার কর্মকর্তা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আবদুল বাতেন, ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া চার পুলিশ কর্মকর্তা নিজ পদে বহাল থেকেই দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এইচএ/টিআর

ডিআইজি পদোন্নতি বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর