স্থিতীশীল অবস্থায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতক, দেওয়া হলো মুখে খাবার
২৫ নভেম্বর ২০১৮ ২২:২৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাসের নিচ থেকে উদ্ধার করা সেই নবজাতকটির শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছে, অক্সিজেন খুলে নেওয়া হয়েছে, খাবারও দেওয়া হয়েছে আজ থেকে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তবে সেগুলোর রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। তারপরও শিশুটিকে একেবারে আশঙ্কামুক্ত বলছেন না চিকিৎসক।
আজ রোবাবার (২৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন খান সারাবাংলাকে এসব কথা জানান।
ঢাবিতে বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জী সারাবাংলাকে বলেন, ‘শিশুটি খুব বেশি ভালো নেই, মাত্র এক কেজি ওজন শিশুটির। এত কম ওজনের বাচ্চার অবস্থা খুব বেশি ভালো থাকার কথাও নয়। বয়স ত্রিশ সপ্তাহের মতো, দেখা যাক কী হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এতদিন শিশুটিকে মুখে খাবার না দিলেও আজ থেকে তাকে মুখে খাবার দেওয়া শুরু হবে বলে জানান তোফাজ্জেল হোসেন। তিনি বলেন, আজ থেকে তার মুখে ‘ফিডিং’ শুরু হবে। চার ঘণ্টা পরপর তাকে খাবার খাওয়ানো হবে। খাবার খাওয়ানোর পর যদি তার কোনো সমস্যা না হয় তাহলে ধীরে ধীরে খাবারের পরিমানণ বাড়ানো হবে। আর খাবার যদি নিয়মিত খেতে পারে তাহলে শিশুটির ওজন বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছি।
তবে কোনো কিছুই এখনও শেষ পর্যন্ত বলা যাচ্ছে না, হঠাৎ করেও তার অবস্থা খারাপ হতে পারে। আশা করি, সেরকম কিছু না হোক বলেন তোফাজ্জেল হোসেন।
সারাবাংলাা/জেএ/এমআই
আরও পড়ুন: ভালো নেই বাসের নিচে পাওয়া সেই নবজাতক