।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিবেশ-পরিস্থিতি সরেজমিন দেখতে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) দু’জনের একটি ছোট দল মঙ্গলবার দুপুরে ঢাকায় আসার কথা রয়েছে। দলটি নির্বাচনের পরেও আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ঢাকা থাকবেন।
সোমবার (২৬ নভেম্বর) একাধিক কূটনৈতিক সূত্র এই তথ্য জানায়। নির্বাচন বিশেষজ্ঞ ইইউ’র এই ২ জন হলেন ডেভিড নয়েল ওয়ার্ড এবং ইরিনি মারিয়া গৌরানি।
ইইউ’র একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন নীতির কারণে এবারের ভোটে ইইউ কোনো নজরদারি দল (মনিটরিং টিম) পাঠাচ্ছে না। তবে আসন্ন ভোট নিয়ে ইইউ’র যথেষ্ট আগ্রহ রয়েছে। সে কারণেই ইইউ’র ২ জনের দল আসছে।
ভোটকে সামনে রেখে আসা ইইউ’র এই দলটি মূলত একটি কারিগরি দল (টেকনিক্যাল টিম) উল্লেখ করে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইইউ’র এই দলটি ঢাকায় আসার পর থেকে ভোট শেষ হওয়ার পরের কিছুদিনের পরিস্থিতিও পর্যবেক্ষণ করবে। তবে তারা কখনও বিবৃতি দেবে না।
দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), একাধিক রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকের সঙ্গেই আলাপ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে দলটি ঢাকা এবং ঢাকার বাইরেও কাজ করবে। কাজ শেষে ইইউ’র দলটি বাংলাদেশ সরকার এবং ইইউ সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেবে।
ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক এক বার্তায় বলেন, ‘এবার ভোটের সময় ইইউ বড় আকারের কোনো নজরদারি দল (মনিটরিং টিম) পাঠাচ্ছে না। তার মানে এই নয় যে ভোট নিয়ে আমাদের আগ্রহ নেই। ভোট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ইইউ’র গভীর পর্যবেক্ষণ রয়েছে।’
এদিকে ঢাকা সফরে এসে ইইউ’র সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল গত রোববার (২৫ নভেম্বর) গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা নেই বলে এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ। এছাড়া বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে যে উন্নয়ন করেছে এবং বাংলাদেশ যে একটি ইতিবাচক রাষ্ট্র তা বিশ্বের কাছে উপস্থাপন করা জরুরি। এতে বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তা কেটে যাবে।’
ঢাকায় সফররত ইইউ’র সংসদীয় কমিটির ওই প্রতিনিধি দলে যারা ছিলেন, তারা হলেন- যুক্তরাজ্যের এমপি রুপার্ট ম্যাথুস ও মাদি শর্মা, ইতালির এমপি ফ্লুভিও মাটুসিলি ও আলবার্ট সিলিও, পুর্তগালের এমপি জোয়াও পেদ্রো গোমেস পেরেইরা, সান্দ্রা ক্রিস্টিনা ডি সিকুইরাস পেরেইরা ও সান্দ্রা গুদ্রো এবং ফ্রান্সের লরা ডি সিলভা।
সারাবাংলা/জেআইএল/এটি