বিভিন্ন আসনে বাসদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা
২৭ নভেম্বর ২০১৮ ২১:৩৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া চলছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বাম গণতান্ত্রিক জোট মনোনীত বাসদ নেতা আহসান হাবিব বুলবুল ঢাকা-১৭ আসনে ও বিকেল ৪টায় প্রকৌশলী শম্পা বসু ঢাকা-৮ আসনের জন্য সেগুনবাগির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ মনোনয়ন বোর্ডের সদস্য সচিব কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি নারী নেত্রী রওশন আরা রুশো, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, নারী নেত্রী নূরজাহান ঝর্ণা, শ্রমিক নেতা মো. রুবেল মিয়া, আনোয়ার হোসেন বাবু, আকিদুল হকসহ অন্যান্য নেতা।
এছাড়া, মঙ্গলবার কুড়িগ্রাম-২ আসনে মোনাব্বর হোসেন মিন্টু, গাইবান্ধা-৩ আসনে সাদেকুল ইসলাম গোলাপ, নোয়াখালী-৫ আসনে সিরাজউল্লাহ, চাঁদপুর-৩ আসনে শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ আসনে প্রকৌশলী আনিসুজ্জামান ভূইঞা ও চট্টগ্রাম-১০ আসনে মহিন উদ্দিন নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, সোমবার (২৬ নভেম্বর) কুড়িগ্রাম-৩ আসনে সাঈদ আখতার আমিন মনোনয়নপত্র জমা দেন নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর