Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু


১ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৮

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

আশুগঞ্জ: গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শুরু হয়েছে ইউরিয়া সার উৎপাদন।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় কারখানার উৎপাদন শুরু হয়।

গ্যাস সংকটের জন্য গত বছরের ১৯ এপ্রিল কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১৩ জুন গ্যাস সংযোগ দেয়া হলেও কারখানা দুইদিন চলার পরই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে কারখানার উৎপাদন চালু করতে ব্যর্থ হলে বিদেশি বিশেষজ্ঞরা কাজ শুরু করেন। তবে ত্রুটি মেরামতের আগেই আবার ১৯ জুলাই গ্যাস সরাবরাহ বন্ধ করে দেয়া হয়। ফলে কারখানাটি সঠিক সময়ে চালু করা সম্ভাব হয়নি।

গত ১৫ নভেম্বর বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি আবারও গ্যাস সরবরাহ শুরু করলে সার কারখানাটি চালু করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অ্যামোনিয়া ও ইউরিয়া বিভাগসহ সকল বিভাগ সচল করে শুক্রবার বিকাল ৩টায় উৎপাদনে ফেরে ইউরিয়া সার কারখানা।

দীর্ঘ ১৯ মাস পর কারখানা উৎপাদনে ফিরে আসায় সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের কর্মচাঞ্চল্য দেখা গেছে।

শনিবার (১ ডিসেম্বর) কারখানার সবখানেই ছিল উৎসবের আমেজ।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকী জানান, গ্যাস সরবরাহ পাওয়ার পর শুক্রবার বিকাল ৩টা থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানায় উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমানে আমদানী করা সার মজুদ থাকায় কমান্ড এরিয়া ভুক্ত জেলায় সার সরবরাহে কোন সংকট তৈরি হয়নি বলে জানান তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, কারখানা ১৯ মাস বন্ধ থাকায় প্রতিদিন ১২‘শ টন উৎপাদন ক্ষমতা হিসাবে প্রায় সাড়ে ৯‘শ কোটি টাকা মূল্যের পৌনে ৭ লাখ টন সার উৎপাদন ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

এতোদিন বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সার দিয়ে কারখানার অধীন সাত জেলার সার সরবরাহ স্বাভাবিক রাখা হয়।

সারাবাংলা/এসএমএন

আশুগঞ্জ সার কারখানা ইউরিয়া সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর