Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধরের অভিযোগ


১ ডিসেম্বর ২০১৮ ২১:৫৭

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জাবি: পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। মারধরের শিকার হওয়া দোকানির নাম বিবি আয়েশা খাতুন।

শনিবার (১ ডিসেম্বর) আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী লায়েব আলী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি মারধরের ঘটনা অস্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে লায়েব আলী আয়েশা খাতুনের দোকানে গিয়ে কয়েকটি বিস্কুট নেন। এ সময় ওই নারী লায়েব আলীর কাছে আড়াই শ টাকা বকেয়া আছে দাবি করে তা পরিশোধ করার অনুরোধ জানান। এতে রেগে গিয়ে লায়েব ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় দোকানের পাশে পড়ে থাকা একটি বাঁশের খণ্ড দিয়ে আয়েশা খাতুনকে আঘাত করেন। এ সময় তিনি ওই নারীর দোকান বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।

এ ঘটনায় আয়েশা খাতুন বলেন, ‘তার (লায়েব) কাছে আমার কিছু বকেয়া টাকা পাওনা আছে। তিনি মাঝে মধ্যেই দোকানে এসে চা-সিগারেট বাকি নিতেন। টাকা চাইলে বলতেন, দিয়ে দেব। আজ পাওনা টাকা চাওয়ায় তিনি গালি গালাজ করতে শুরু করেন। গালি গালাজ করছেন কেন জিজ্ঞাসা করলে তিনি বাঁশের লাঠি দিয়ে আমার হাতে আঘাত করেন।’

এ বিষয়ে লায়েব আলী বলেন, ‘মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। আমি দুপুরে তার দোকানে গেলে তিনি আমার কাছে টাকা পান বলে জানান। আমি তার কাছে টাকার লিখিত হিসাব দেখাতে বলি। তিনি হিসাব দেখাতে পারেননি। তিনি বাজে কথা বলায় ধমক দিয়েছি আর বলেছি যেন কারও সঙ্গে বাজে কথা না বলে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ঘটনার সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত নয়।

তবে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ শফি মুহাম্মদ তারেক বলেন, ‘ঘটনা শুনেছি। হলের কর্মকর্তারা সেখানে গিয়েছেন। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমআই

জাবি মারধর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর