Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিও বর্তমান সরকার-প্রশাসনকে মেনেই নির্বাচনে এসেছে


২ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, বিএনপি বর্তমান সরকার এবং প্রশাসনকে মেনেই নির্বাচনে এসেছে। ফলে তাদের দাবি অনুযায়ী প্রশাসনে রদবদল অবান্তর।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে এইচটি ইমামের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ইসি’র সঙ্গে বৈঠক করে।

এইচটি ইমাম বলেন, বর্তমানে সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। লেভেল প্লেইং ফিল্ড থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, ইসি’র সঙ্গে বৈঠকে আমরা সেই অভিযোগও করেছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করে চারদিক থেকে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করা উচিৎ বলে আমরা মনে করি। বৈঠকে আমরা নির্বাচন পর্যবেক্ষক দলের বিষয়ে কথা বলেছি। আমরা বলেছি, দেশের ১১৮টি পর্যবেক্ষক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। তাদের প্রধিনিধির সংখ্যা ৪-৫ পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। এই অবস্থায় বিদেশি পর্যবেক্ষক আসার দরকার নেই। কারণ এই বিপুল পরিমাণ পর্যবেক্ষক ম্যানেজ করতে কমিশন হিমশিম খাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসার বিষয়ে আমরা নিরুৎসাহিত করছি না। তবে জার্নালিস্ট, টুরিস্ট ভিসায় কেউ এসে যেন নিজেদের পর্যবেক্ষক দবি করতে না পারে- সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলেছি কমিশনকে।

সারাবাংলা/জিএস/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর