তাবলীগ জামাতের সদস্যদের ওপর হামলার বিচার চেয়ে সমাবেশ
২ ডিসেম্বর ২০১৮ ১৯:১৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : শনিবার (১ ডিসেম্বর) টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাবলীগ জামাতের একাংশের সদস্যরা।
রোববার (২ ডিসেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, নিজামুদ্দীন মাওলানা, সাদপন্থী বাংলাদেশের ওয়সিফুল ইসলাম ও নাসিম এর অনুসারীরা নিরীহ নিরস্ত্র তাবলীগের সাথী ও মাদ্রাসার শিক্ষার্থীদের লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে। এসময় প্রশাসন নিরব ও রহস্যজনক ভূমিকা পালন করেছে বলেও তাদের অভিযোগ।
এসময় কয়েকটি দাবি জানান তারা। এসব দাবির মধ্যে রয়েছে, এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিমগংসহ হামলার সাধে জড়িত সকলকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ, কাকরাইল মসজিদের সব কার্যক্রম থেকে ওয়াসিফ ও নাসিমগংকে বহিষ্কার, টঙ্গী ময়দান এতোদিন যেভাবে শুরা ভিত্তিক পরিচালিত হতো সেভাবেই পরিচালনার ব্যবস্থা করা।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ সমাবেশ।
এছাড়া, এই ঘটনার প্রতিবাদে দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।
আরো পড়ুন : তাবলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, বিমানবন্দর সড়ক অবরোধ
সারাবাংলা/এসএমএন