Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইনের পার্লামেন্টে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী নির্বাচিত


৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক।।

বাহরাইনের পার্লামেন্টে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী নির্বাচিত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক অর্জন। এতে করে পার্লামেন্টে  অসমতার অদৃশ্য দেয়াল ভেঙে গেছে। খবর আল জাজিরার।

রোববার বাহরাইনের নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। দুই রাউন্ড মিলে নির্বাচনে জয়ী হয়েছেন ছয় নারী প্রার্থী। এর আগে পার্লামেন্টে নারী সদস্যের সর্বোচ্চ সংখ্যা ছিল তিন।

সিটিজেন্স ফর বাহরাইন অর্গানাইজেশনের এক মুখপাত্র জানিয়েছে, ২০১৮ নির্বাচন বাহরাইনের জন্য ঐতিহাসিক। নিশ্চিতভাবেই আমাদের পার্লামেন্টে আরও নারী সদস্য যোগ হয়েছেন। এটা সমতায় এবং সমাজ ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণে বিশ্বাসকারী সকল বাহরাইনির জন্য গৌরবের বিষয়।

২৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়েছিলেন দুই নারী সদস্য- ফাওজিয়া জাইনাল ও ফাতিমা আল কাতারি। আর দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়েছেন- সাওসান কামাল, জয়নব আব্দুল আমির, মাসোমা আব্দুল রহিম ও কালথাম আল হায়কি।

উল্লেখ্য, বাহরাইনের প্রতিনিধি পরিষদের মোট আসন হচ্ছে ৪০টি।

সারাবাংলা/ আরএ

নারী প্রার্থী পার্লামেন্ট বাহরাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর