Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী মজনুর আগাম জামিন


৪ ডিসেম্বর ২০১৮ ১৯:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে দলটির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে ২০ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রফিকুল আলম মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এম. মাসুদ রানা ও অ্যাডভোকেট রমজান আলী।

পরে আইনজীবী মাসুদ রানা বলেন, রফিকুল আলমের বিরুদ্ধে পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া ২০ মামলায় দুই মাসের আগাম জামিন দিয়েছেন আদালত। এ পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৪১ টি মামলায় জামিন পান তিনি। ফলে এখন তার নির্বাচনী এলাকা যেতে কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী।

তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়। কিন্তু জাতীয় নির্বাচনে এলাকায় প্রচার প্রচারণা চালাতে ওইসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। পরে অাদালত শুনানি নিয়ে তাকে জামিন দেন।

সারাবাংলা/ এজেডকে/জেডএফ 

আগাম জামিন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর