Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসার মামলা তদন্ত করবে ডিবি


৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদন্ত করবে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মামলার নথি ডিবিতে পাঠানো হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক।

মাহমুদুল হক বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পূর্ব বিভাগে পাঠানো হয়েছে। এখন থেকে ডিবি এই মামলার দেখভাল করবে।

গতকাল (মঙ্গলবার) রাতে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩০৫ ধারায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০)। পল্টন থানায় দায়ের হওয়া মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং দুই শিক্ষক জিনাত আরা ও হাসনা হেনাকে আসামি করা হয়েছে।

ভিকারুননিসার ৩ শিক্ষক বরখাস্ত, বিভাগীয় মামলার নির্দেশ
ভিকারুননিসা অধ্যক্ষসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা
ক্ষমা চাইলেন ভিকারুননিসার অধ্যক্ষ
শান্তিনগরে ভিকারুননিসা শিক্ষার্থীর আত্মহত্যা
তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা, তদন্তে ৩ কমিটি
ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীর আত্মহত্যা, এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ
বুধবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের
অরিত্রীকে আমরা ভুলে যাব
শিক্ষার্থীদের মানসিকতা আমরা বুঝছি না

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর