Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির গুলশান অফিস সরগরম


৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে লড়তে দলীয় টিকেট পেলেন দলীয় ২০৬ প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। এরপর কার্যালয়টি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। দেশের বিভিন্ন এলাকার এসব নেতার কেউ সাবেক এমপি আবার কেউবা নতুন মুখ। তারা সবাই একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। কেউবা আবার দীর্ঘদিন পর ঘনিষ্ঠ কাউকে পেয়ে বুকে জড়িয়ে ধরছেন। সবমিলে গুলশানের বিএনপি অফিস এখন সরগরম।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার দলীয় ২০৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলেও শনিবার ঘোষণা করা হবে বাকি ৯৪ আসনের প্রার্থী। এর মধ্যে শরিকদের আসন রয়েছে। তারপরও সন্ধ্যায় শরিক দলের বেশ কয়েকজন নেতাকে দেখা গেছে। তারা প্রত্যাশিত আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে কি না সে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। যখন দেখছেন তার আসনটি ফাঁকা রয়েছে অমনি স্বস্তির হাসি হাসছেন।

এদিকে অফসি কস্পাউন্ডের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও বাইরে উভয় চিত্রই চোখে পড়ছে। যেসব প্রার্থী চূড়ান্ত হয়েছেন তাদের সমর্থকরা যেমন বিজয় মিছিল করছে অন্যদিকে বাদ পড়াদের সমর্থকরার বিক্ষোভ মিছিল করছে বাইরের সড়কে। দফায় দফায় মিছিল স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।

মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত নাম ঘোষণার পরপরই গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকরা। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রার্থী গিয়াস উদ্দিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য নীলিমা ইসলামের কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ্যা সোয়া ৫টার দিকে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা দেওয়ার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে তালিকা ঘোষণা করা হয়েছে তা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ স্ট্যান্ডিং কমিটির যাচাই বাছাই করা। গণতন্ত্রের পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে সবাইকে বিভেদ ভুলে ধানের শীষের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এমএস/একে

জাতীয়-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর