Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ রাষ্ট্রদূত হিসেবে হিদার নুয়ার্টকে মনোনয়ন ট্রাম্পের


৮ ডিসেম্বর ২০১৮ ১২:২৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা হিদার নুয়ার্টকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (৭ ডিসেম্বর) তিনি বলেন, হিদার নুয়ার্টকে মনোনীত করা হবে। তিনি খুবই প্রতিভাবান, বুদ্ধিমতী, দ্রুত কাজ করেন ও সকলের সম্মানের পাত্রী।

উল্লেখ্য, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত নিকি হ্যালি গত অক্টোবর মাসে এক ঘোষণায় জানান, তিনি চলতি বছরের শেষে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

ট্রাম্পের মনোনয়ন পেলে ৪৮ বছর বয়সী নুয়ার্টকে সিনেটে মনোনয়ন নিশ্চিত করতে হবে। তিনি গত বছরের এপ্রিল মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী হিসেবে নিয়োগ পান। এছাড়া চলতি বছরের শুরুতে তাকে ‘পাবলিক ডিপ্লোম্যাসি এন্ড পাবলিক অ্যাফেয়ার্স’র সহকারীমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ট্রাম্প গত মাসেই জানিয়েছিলেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নুয়ার্টকে গুরুতরভাবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প নুয়ার্টকে বলেন, তিনি চমৎকার মানুষ। আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছেন। দীর্ঘদিন ধরে আমাদের সমর্থক হিসেবে রয়েছেন। সত্যিই চমৎকার মানুষ।

এদিকে, ট্রাম্পের মনোনয়ন ঘোষণার ব্যাপারে এখনও কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/ আরএ

জাতিসংঘ রাষ্ট্রদূত ট্রাম্প যুক্তরাষ্ট্র হিদার নুয়ার্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর