Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিকে সতর্ক হওয়ার তাগিদ আওয়ামী লীগের


৮ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

শনিবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে শনিবার বেলা ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। সে বিষয়ে ইসিকে আমরা বলেছি যে, বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী হয়ে গিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোয়নপ্রত্যাশীদের যে বিক্ষোভ চলছে, সে বিক্ষোভ হলো মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ। কাজেই এই মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে যারা ব্যর্থ হয়েছে, তারা শাক দিয়ে মাছ ঢাকার জন্য নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে।’

‘এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার র্জন্য বলেছি। দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।’

নানক বলেন, ‘তারা যেন কারও চাপের কাছে নতি স্বীকার না করে। ঐক্যফ্রন্ট, বিএনপি-জামায়াত নানা অযৌক্তিক, অপ্রাসঙ্গিক দাবি তুলবে। তাদের এ সব দাবির বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার কোনো সুযোগ শেখ হাসিনার নেই। চাপ দেওয়ার মতো সরকার শেখ হাসিনার সরকার নয়। শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী। কাজেই শেখ হাসিনার সরকার আজকের নির্বাচনকালীন সরকার। নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।’

আজকে মহাজোটের দলীয় বা জোটের মনোয়নের চূড়ান্ত তালিকা ইসিতে দেওয়া কথা ছিল। সেই তালিকা আজকে দিয়ে গেলেন কি না জানতে চাইলে নানক বলেন, ‘আমরা তালিকা দিইনি। আমরা কালনাগাদ তালিকা দেব।’

কোন দলের কয়জনকে মনোনয়ন দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘এটা যথা সময়ে নির্বাচন কমিশন দেওয়া হবে। তখনই আমরা জানাব। একটু অপেক্ষা করেন।’

প্রার্থীদের তালিকা কি রিটার্নিং কর্মকর্তাকে আবার আলাদা করে দেবেন নাকি কমিশনেই দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘না আমরা এখানেই দেব।’

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ জিএস/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর