নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২ নেতা গ্রেফতার
৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে বলে বাকলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতার দুজন হলেন-বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিকান্দার আলম (৫৩) ও জামায়াতে ইসলামীর চকবাজার থানার সাবেক নায়েবে আমির জহির উদ্দিন (৫৮)।
রোববার (৯ ডিসেম্বর) ভোরে নগরীর বাকলিয়ায় বিএড কলেজ এলাকা থেকে জহির এবং সিকান্দারকে বাকলিয়া নয়া মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, জহিরের বিরুদ্ধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার অভিযোগে মামলা আছে। ২০১৪-২০১৫ সালে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধে মহাসড়কে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছিলেন।
জামায়াত নেতা জহির গত সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন বলেও জানান ওসি। এছাড়া সিকান্দারের বিরুদ্ধে বাকলিয়া থানায় নাশকতার মামলা আছে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/আরডি/এসএমএন