রোম বিএনপির প্রতিবাদ সভা, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
১০ ডিসেম্বর ২০১৮ ১৩:৫২
।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।
গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করার প্রতিশ্রুতি জানিয়ে ইতালির রোমে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে রোম মহানগর বিএনপির সেন্তসেল্লে শাখা। প্রতিবাদ সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে নির্বাচনের মাঠে থাকার অনুরোধ করেন।
সভার প্রধান অতিথি রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির বলেন, মানুষের শান্তি ফিরিয়ে আনতে দেশে গিয়ে ভোটকেন্দ্র উপস্থিত থাকতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। তার সবই সাধারণ মানুষকে মনে করিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
রোম মহানগর বিএনপি, সেন্তসেল্লে শাখার সভাপতি মজিবর রহমান সিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম শরিফুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির ১নং সদস্য শাহ আলম, সহ সভাপতি মিজানুর রহমান মল্লিক ও বাহার উদ্দিন।
বক্তারা আরও বলেন, এতদিন দেশে-প্রবাসে আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। এবার ভোটের মাঠে ধানের শীষকে জয়যুক্ত করে, বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র মুক্তির আন্দোলন হবে বলেও বক্তারা জানান।
সারাবাংলা/এনএইচ