প্রার্থিতা ফিরে পেতে খালেদার রিটের আদেশ মঙ্গলবার
১০ ডিসেম্বর ২০১৮ ১৬:১০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। রিটটির আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (১১ ডিসেম্বর) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আজ (১০ ডিসেম্বর) সারাদিন এ রিটের শুনানি হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল দিন ঠিক করে দিয়েছেন।’
বেগম জিয়া আদালতে ন্যায়বিচার পাবেন এবং আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এ আইনজীবী।
গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী ১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গতকাল ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
সারাবাংলা/এজেডকে/এমআই/একে
একাদশ নির্বাচন খালেদা জিয়া জাতীয়-নির্বাচন বিএনপি চেয়ারপারসন হাইকোর্ট