Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রিটার্নিং কর্মকর্তা পদে বিভাগীয় কমিশনার ও ডিসিরা কেন অবৈধ নয়’


১২ ডিসেম্বর ২০১৮ ১৩:৪১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১২ ডিসেম্বর ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ তিন সপ্তাহের রুল জারি করেছেন।

জাতীয় নির্বাচনে বিভাগীয় কমিশনার ও ডিসিদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান। এ রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে জ্যেষ্ঠ আইন সচিব, নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, জনপ্রশাসন সচিব ও নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয কমিশনার, জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঘোষণা করে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশনের জারিকৃত গেজেট কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চেয়ে রিট করা হয়।

পরে আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব সাংবাদিকদের বলেন, ‘ডিসিরা নির্বাচন পরিচালনাকারী হওয়ার সুযোগ নেই। এতে সাংবিধানিক বাধা রয়েছে। কারণ সংবিধানের ১২৬ অনুচ্ছেদে বলা হয়েছে ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।’

এই অনুচ্ছেদ অনুযায়ী জেলা প্রশাসকরা প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগে কর্মরত আছেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকেন। ফলে তারা সরাসরি নির্বাচন পরিচালনায় অংশ নিলে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।

বিজ্ঞাপন

সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ৪ দফা উল্লেখ করে রিটে বলা হয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে। অতএব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এ দায়িত্ব অর্পণ করা উচিত।

সারাবাংলা/এজেডকে/একে

রিটার্নিং কর্মকর্তা হাইকোর্ট

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর