Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশপ্রেমের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’


১৩ ডিসেম্বর ২০১৮ ১০:৪৬

এন্টারটেইনমেন্ট করেসপডেন্ট ।।

নাটকের নাম ‘একটি কৃতজ্ঞতাপত্র’। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার, পরিচালক রেজানুর রহমান। বিজয় দিবসকে সামনে রেখে নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।


আরও পড়ুন :  বিজয় স্মরণে ‘বিজয়ফুল’


নাটকের গল্পে দেখা যায়, বিদেশে বড় হয়ে ওঠা এক তরুণী বাবা-মায়ের সাথে দেশে এসে সরাসরি একজন মুক্তিযোদ্ধাকে দেখার ইচ্ছে পোষণ করে। যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে চায়। ঘটনাক্রমে মেয়েটি তার এক বান্ধবীর সাথে গ্রামে যায়। সেখানেই দেখা হয় একজন মুক্তিযোদ্ধার সাথে। তারপর ঘটতে থাকে একের পর এক বিব্রতকর ও বিস্ময়কর নানা ঘটনা।

বিশেষ গল্পের এই নাটকটিতে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, মাজনুন মিজান, অপর্না ঘোষ, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, সিলভিয়াসহ অনেকে।

মহান বিজয় দিবসের আগেরদিন ১৫ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচারিত হবে।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  চিট ইন্ডিয়া: ট্রেলারে নতুন ইমরান হাশমি


অপর্না ঘোষ একটি কৃতজ্ঞতাপত্র খায়রুল আলম সবুজ বিটিভি মাজনুন মিজান মামুনুর রশীদ মাহবুবা রেজানুর রেজানুর রহমান হাফিজুর রহমান সুরুজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর