Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল্পধারার প্রার্থী শাহীনের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট


১৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসীয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীনের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। তথ্য গোপন করার অভিযোগে তার মনোনয়পত্র বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন মৌলভীবাজার-২ আসনের ভোটার ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ। তার পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট কামরুন নাহার সীমা।

আইনজীবী কামরুন নাহার সীমা জানান, মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসীয় আসনে মহাজোটের মনোনীত প্রার্থী এম এম শাহীন তার হলফনামায় তথ্য গোপন করে মনোনয়ন নিয়েছেন। হলফনামায় তিনি একটি মামলার কথা উল্লেখ করেছেন। অথচ তার বিরুদ্ধে আরও তিনটি মামলা পেন্ডিং আছে।

বিজ্ঞাপন

তথ্য গোপনের বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানালেও কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ‘আইন অনুযায়ী হলফনামায় তথ্য গোপন করলে কারও মনোনয়ন বৈধ হতে পারে না। তারপরও এ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ কারণে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে এসেছেন।’

আগামী সোমবার (১৭ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী। রিটের তার মনোনয়ন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগটি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে এম এম শাহীনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর নির্বাচন কমিশন থেকেও তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

সারাবাংলা/এজেডকে/একে

জাতীয়-নির্বাচন বিকল্পধারার প্রার্থী হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর