খাগড়াছড়ি আসনে সেনা মোতায়নের দাবি
১৪ ডিসেম্বর ২০১৮ ১৯:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপির নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা ও বাঁধা দিচ্ছে বলে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা সদরের আদর্শ যুব সংঘ ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
প্রার্থী নিজে ও তার সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘণ করে পুলিশ বাহিনী ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিএনপি নির্বাচনি প্রচারে গেলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় সমর্থকদের ওপর মারধর, মামলা ও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হচ্ছে।
সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়ি আসনে সেনাবাহিনী মোতায়নের দাবি জানান শহীদুল ইসলাম ভূইয়া।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রণবিক্রম ত্রিপুরা।
সারাবাংলা/এসএমএন