Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খামোশ বললেই জনগণ চুপ হবে না: শেখ হাসিনা


১৪ ডিসেম্বর ২০১৮ ২০:১২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই জনগণ চুপ হবে না।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের পক্ষে বক্তব্য দেন নুজহাত চৌধুরী, শমী কায়সার।

প্রধানমন্ত্রী বলেন, ‘কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতারা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে। যুদ্ধাপরাধী, তাদের স্বজন, দুর্নীতিবাজদের স্বজনদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। জনগণকে এদের বিষয়ে সচেতন হতে বলব। এ অপরাধীরা যেন ভোট না পায়।’

শেখ হাসিনা বলেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, আজকে আমরা দেখি তাদের পরিবারের সদস্যদের বিএনপিসহ যে ঐক্য করা হয়েছে তাতে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের কাছে আমার প্রশ্ন, যারা এত বড় অপরাধ করল আর যে পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করলাম তাদের এই দোসরদের যখন ধানের শীষে মনোনয়ন দেওয়া হলো আর এই ধানের শীষ নিয়ে যারা আমাদের সঙ্গে ছিল তারা একই সঙ্গে কিভাবে নির্বাচন করবে?’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি না? তবে হ্যাঁ, তাদের লজ্জা একটু কম লাগে বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে খামোশ বলতে পারে।’

আরও পড়ুন: জামায়াত নিয়ে প্রশ্ন করায় ড. কামাল: খামোশ, চুপ করো

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজনসহ বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ও ঐক্য ফ্রন্ট। আজকে ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্না এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ লেখা এত বিবেক! কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তার আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতা যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে সেটাই আমার প্রশ্ন।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ক্ষোভ জানিয়েছেন ড. কামাল।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনীতির কোনো সম্পর্ক আছে কি না, এ বিষয়ে প্রশ্ন করলে ড. কামাল বলেন, ‘প্রশ্নই ওঠে না। বেহুদা কথাবার্তা।’

এ সময় তিনি ক্ষেপে গিয়ে বলেন, ‘কত পয়সা পেয়েছ এ প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? এই জায়গায় দাঁড়িয়ে এগুলো রাজনৈতিক প্রশ্ন করছ। তোমার নাম কী? চিনে রাখব।’

তিনি বলেন, ‘পয়সা পেয়ে শহীদ মিনারকে (বুদ্ধিজীবী স্মৃতিসৌধ) অশ্রদ্ধা করো তোমরা। আশ্চর্য! শহীদদের কথা চিন্তা করো। হে হে হে হে করছ, শহীদদের কথা চিন্তা করো।’

আজকের কার্টুন: খামোশ

একজন গণমাধ্যমকর্মী ফের তাকে প্রশ্ন করতে গেলে ড. কামাল উত্তেজিত হয়ে বলেন, ‘চুপ করো, খামোশ। আশ্চর্য!’ এসময় ওই গণমাধ্যমকর্মী ও তার প্রতিষ্ঠানের নাম জানতে চান গণফোরাম সভাপতি। ওই গণমাধ্যমকর্মী তার নাম-পরিচয় জানালে ড. কামাল বলেন, জেনে রাখলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

খামোশ ড. কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর