Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা-অগ্নিসংযোগ


১৪ ডিসেম্বর ২০১৮ ২৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 ।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

 খুলনা: খুলনায় আওয়ামী লীগের পৃথক দুটি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে আওয়ামী লীগের ৭/৮জন নেতাকর্মী আহত হয়েছেন।

 শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

 ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বেজেরডাঙ্গার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

 অপরদিকে, রাত সোয়া ৯টার দিকে গাড়াখোলাস্থ দামোদর ইউনিয়ন কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে। এতে আওয়ামী লীগের ৭-৮জন কর্মী আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

 ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা ওসি তা জানাতে পারেননি।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

খুলনায় অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে চলছে প্রচারণা

খুলনায় ‘বড় ফ্যাক্টর’ ছয় আসনের দেড় লাখ নতুন ভোটার

একাদশ জাতীয় নির্বাচন খুলনা বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর