Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসের উৎসবে মেতেছে রাজধানীবাসী


১৬ ডিসেম্বর ২০১৮ ১৮:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা সেজেছে নানা রঙে এবং ঢঙে। ব্যস্ত নগরবাসী বিশেষ এই দিনে ঘুরে বেড়িয়েছেন প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে। রোববার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বিনোদন স্পট ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে ছিলো মানুষের ভিড়।

পুরান ঢাকার আহসান মঞ্জিল, শিশু মেলা, রমনা পার্ক, চিডিয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সংসদভবন, চন্দ্রিমা উদ্যান, লালবাগ কেল্লা, হাতির-ঝিলসহ নানান বিনোদন কেন্দ্রগুলো ও পুরান ঢাকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সাজানো হয়েছে বিজয় দিবসের দিনে। সেইসঙ্গে, সাজানো হয়েছে রাজধানীর রাজপথ, সরকারি ভবন, অফিস আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানও।

বিজ্ঞাপন

এদিনে তরুণ- তরুণী, কিশোর – কিশোরী, শিশু, বয়স্করা গালে ও হাতে বিজয়ের নিশান হিসাবে আঁকছেন মহান স্বাধীনতার, বিজয়ের লাল- সবুজের পতাকা। নগরীর বাসিন্দারা প্রত্যেকেই সেজেছে নতুন সাজে নতুন পোশাকে। বিজয়ের আনন্দ- উচ্ছ্বাস নিয়ে মেতে ওঠেছেন সবাই।

গুলশান থেকে সপরিবার নিয়ে রমনা পার্কে ঘুরতে আসেন জাহির খান। তিনি সারাবাংলাকে জানান, দুপুরের পরেই আসছি শিশু পার্কে ছোট মেয়েকে নিয়ে ঘুরতে আসছি। এরপরে রমনা পার্ক ঘুরে বাসায় দিকে রওনা দিবো। বিজয় দিবস ছুটি থাকায় সপরিবারে নিয়ে ঘুরতে ভালই লাগে।

বিজয় দিবসকে স্মরণ করে রাখতে অনেককে নিজেদের ক্যামেরাবন্দি করেও রাখতে দেখা যায়।

সারাবাংলা/এআই/এনএইচ

বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর