ওয়ারীতে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু
১৭ ডিসেম্বর ২০১৮ ০১:৫৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ওয়ারীতে একটি ট্রাকের চাপায় ইব্রাহীম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় হোটেল সুপার স্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মূমুর্ষূ অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইব্রাহীম ভোলা সদর উপজেলার গুপ্তমুন্সি গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন, থাকতেন কারওয়ান বাজার এলাকায়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসউদ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে জয়কালী মন্দীর রোড দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে।
পরে ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান এসআই মাসউদ।
সারাবাংলা/এসএসআর/টিআর