Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন করতে পারবেন না মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা


১৭ ডিসেম্বর ২০১৮ ১৪:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।এর ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সোমবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে হাইকোর্টের আদেশটি বহাল থাকল।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যান পদে সংসদ সদস্য নির্বাচন নয়

আফরোজা রিতার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ এনে রিট করে সোনালী ব্যাংক। গত ১২ ডিসেম্বর এ রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির সিদ্ধান্ত স্থগিত করে দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন আফরোজা রিতা। ওই আপিল শুনানি নিয়ে আদালত ‘নো’ অর্ডার দেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাবা সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু মারা যাওয়ায় রিতা এবার দলীয় মনোনয়ন পান।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। রিতার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

সারাবাংলা/এজেডকে/জেডএফ 

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর