টাঙ্গাইলে বাসের ধাক্কায় মাহিন্দ্রর ৩ যাত্রীর মৃত্যু
১৭ ডিসেম্বর ২০১৮ ১৬:২২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে বাসের ধাক্কায় মাহিন্দ্রর তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র চালক শামছুল হক (৫২), বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কইয়ারচলা গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেন (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়িতে পৌঁছালে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ছয়জন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজন মারা যায়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক নিউজ সোলা পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হক জানান, এ ঘটনায় ঘাতক সোলা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা করা হবে।
সারাবাংলা/এমএইচ