।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ওপর হামলার অভিযোগ করা হয়েছে। ঢাকা-২ আসনে তার নির্বাচনি এলাকায় গণসংযোগ চালানোর সময় সোমবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের ওপর হামলা করা হয় বলে ইসিতে অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদার কাছে তিনি উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। এ সময় ইরফানের মা সাবেরা আমানসহ হামলায় আহত ব্যক্তিদের নিয়ে তিনি ইসিতে উপস্থিত হন।
অভিযোগ তিনি উল্লেখ করেন, তিনি ঢাকা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী। আজ সোমবার সকালে সাভার উপজেলার আমিনবাজার এলাকায় গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসময় হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, এতে করে অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেন। চিঠিতে তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আহন কর্মীদের সুচিকিৎসা ও ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ‘এর আগেও আমি এই ধরনের অভিযোগ করেছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছে কোনো প্রতিকার পাইনি।’
সারাবাংলা/জিএস/এমও