কেমন বদলেছে চীন?
১৮ ডিসেম্বর ২০১৮ ২০:২৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
অর্থনৈতিক সংস্কারের ৪০তম বর্ষপূর্তি পালন করেছে চীন। চীনের প্রয়াত নেতা দেং শিয়াওপিং ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির এক সম্মেলনে সর্বপ্রথম অর্থনীতির ক্ষেত্রে ‘সংস্কার ও উন্মুক্ত করে দেওয়া’ কর্মসূচি চালু করেন। সে থেকে ধীরে ধীরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত হয়েছে চীন। দীর্ঘ চার দশকের পরিক্রমায় দেশটি আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এসময়ে চীনে যেসব পরিবর্তন ঘটেছে তা তুলে ধরেছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রথম ছবিটি ১৯৭৮ সালে তোলা চীনের চ্যাং’এন অ্যাভিনিউ-এর। পরের ছবিটি বর্তমান সময়ের। তখন শহরে চলাচলে সাইকেল অন্যতম বাহন হলেও চীনে বর্তমানে ৩০০ মিলিয়ন রেজিস্টার্ড গাড়ি রয়েছে। যা দেশটির অর্থনৈতিক অগ্রগতি নির্দেশ করে। তবে চীনে বেড়েছে বায়ুদূষণও। প্রতিবছর এক মিলিয়ন লোক সেখানে বায়ুদূষণে মারা যায়।
দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, প্রায় মলিন একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ক্রেতা। তবে বিলাসবহুল পণ্য ক্রয়ে চীন এখন বিশ্বে শীর্ষে। সেইসঙ্গে বদলেছে সেখানের দোকানগুলোর বেশভূষাও। পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিদেশী ব্র্যান্ডের চেয়ে চীনের নিজস্ব ব্র্যান্ডগুলোও পছন্দ ক্রেতাদের। চীনের প্রেসিডেন্ট আশা জানিয়ে বলছেন, পণ্য বিক্রিতে চীন ধীরে ধীরে বিশ্বের কেন্দ্রস্থল হয়ে উঠবে।
তৃতীয় ছবিটি চীনে বর্তমানের জীবনাচরণ ইঙ্গিত করে। পূর্বে চীনাদের গড় আয়ু ৬৬ বছর থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ বছরে। দেশটিতে শিশুরা অধিক শিক্ষার সুযোগ পাচ্ছে। চার দশকে স্বাক্ষরতার হার বেড়েছে ৬৬ ভাগ থেকে ৯৫ ভাগে। এছাড়া, চীনে পড়তে আসছে তুলনামূলক অনেক বেশি বিদেশি শিক্ষার্থী।
সারাবাংলা/এনএইচ