‘দেশের উন্নয়ন ও সুনাম বাড়াতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য’
১৯ ডিসেম্বর ২০১৮ ১৬:২৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অভিবাসী দিবস উপলক্ষে বুধবার (১৯ ডিসেম্বর) দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দিবসটি উদ্দেশ্য করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার স্বাগত বক্তব্য়ে জাপান প্রবাসী অভিবাসীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান।
তিনি বলেন, অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘অভিবাসী অধিকার—মর্যাদা ও ন্যায় বিচার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে।
দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে রাষ্ট্রদূত আগত অতিথিদের উদ্দেশে একটি বিশদ উপস্থাপনা করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে এবং অভিবাসীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এ ছাড়া জাপানে বাংলাদেশি প্রবাসীদের বর্তমান ও ভবিষ্যৎ এবং জাপান সরকার ঘোষিত নতুন অভিবাসন আইনের নানা দিক নিয়ে আলোকপাত করেন রাষ্ট্রদূত।
পরবর্তী অংশে, উপস্থিত অভিবাসীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জাপানে কীভাবে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি করা যায়, অভিবাসীদের সমস্যা দূর করার উপায় এবং কীভাবে দেশে বৈধ পথে এবং সহজে আরও বেশি রেমিটেন্স পাঠানো যায় ইত্যাদি বিষয় উঠে আসে।
অভিবাসীরা জাপানে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের আসার পথ সুগম করা এবং পড়া শেষে কাজ করার বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং অনেক বছর ধরে অবস্থান করা অভিবাসীদেরও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআইএল/এমআই