বাগমারায় বিএনপি প্রার্থীর পথে ঝাড়ু হাতে নারীরা
১৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাজশাহী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু হেনার বিরুদ্ধে ঝাড়ু হাতে মিছিল করেছেন স্থানীয় নারীরা- এমন অভিযোগ উঠেছে। সূত্র জানায়, এদিন আবু হেনা গণসংযোগে বের হলে তিনি স্থানীয় নারীদের তোপের মুখে পড়েন।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গোয়ালকান্দিতে গণসংযোগে বের হন তিনি। স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল নিয়ে সামনে এলে আবু হেনা ফিরে আসেন। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মহিলা আওয়ামী লীগের কর্মীরা গণসংযোগে বাধা দিয়েছে।
সূত্র আরও জানায়, বিকেলে গোয়ালকান্দি বাজারে গণসংযোগ করতে যান বিএনপির প্রার্থী আবু হেনা। তার আসার খবরে ঝাড়ু হাতে রাস্তায় অবস্থান নেন নারীরা। তিনি আসার পরপরই রাস্তা ঘিরে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে আবু হেনা সেখান থেকে ফিরে যান।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী ভোটার জানান, আবু হেনা ১০ বছর সংসদ সদস্যের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি। তার সময়ে বাগমারা সন্ত্রাসের জনপদ হয়ে ওঠে। আমাদের এলাকার শত শত মানুষ তাদের সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি কোনো ব্যবস্থা নেননি। এছাড়াও ১৪ বছর ধরে এলাকায় অনুপস্থিত আবু হেনা। এখন আবার ভোট চাইতে এসেছেন। আমাদের এলাকায় তার ভোট চাওয়ার কোনো অধিকার নেই।
এ ব্যাপারে কথা বলতে আবু হেনাকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আবু হেনা গোয়ালকান্দিতে গণসংযোগ করতে গেলে বাধা দেয় মহিলা আওয়ামী লীগের কর্মীরা। পরে তারা সেখান থেকে ফিরে আসেন।
সারাবাংলা/এমএইচ/এটি