দক্ষিণ আফ্রিকায় গ্রেস মুগাবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
১৯ ডিসেম্বর ২০১৮ ২০:৪৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
জিম্বাবুয়ের সাবেক ফার্স্ট লেডি গ্রেস মুগাবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ আফ্রিকার প্রসিকিউটররা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গত বছর এক মডেলের ওপর হামলার অভিযোগ রয়েছে। খবর বিবিসির।
চলতি বছরের জুলাই মাসে, জিম্বাবুয়ের এক আদালত সাবেক এই ফার্স্ট লেডির কূটনৈতিক নিরাপত্তা সুবিধা বাতিল করে দেন।
দক্ষিণ আফ্রিকায় গ্রেস’র বিরুদ্ধে মডেল গ্যাব্রিয়েলা ইঙ্গেলসের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। ইঙ্গেলস অভিযোগ করেন, জোহানসবার্গের এক হোটেলে গ্রেস তাকে মারধোর করেছেন, বৈদ্যুতিক শক দিয়েছেন।
ওই হামলার পর গ্রেসকে দেশত্যাগ করতে দেওয়ায় সমালোচনার শিকার হয়েছিল দক্ষিণ আফ্রিকা সরকার।
গ্রেস তখন বলেছিলেন, ইঙ্গেলস মাদকাসক্ত হয়ে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে তিনি ইঙ্গেলসকে আক্রমণ করেন।
গ্রেস’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে এত বিলম্বের কারণ কি সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে জিম্বাবুয়ে কর্তৃপক্ষ বা গ্রেস কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সম্পত্তি রয়েছে মুগাবে পরিবারের। মডেলকে হামলার ঘটনার তিন মাস পর জিম্বাবুয়েতে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান গ্রেসের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তিনি টানা ৩৭ বছর ক্ষমতায় ছিলেন।
সারাবাংলা/ আরএ