Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০


১৯ ডিসেম্বর ২০১৮ ২১:৪৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

পিরোজপুর: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে মহাজোট প্রার্থীর সমর্থকরা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২০টি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

প্রতক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ধানীসাফ ইউনিয়নের বুড়িরচড় গ্রামের তুষখালী লঞ্চঘাট চৌররাস্তা মোড়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের সমর্থকরা মহাজোট প্রার্থী (লাঙল প্রতীক) ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় রাজু মোল্লা (২৮), রুবেল (২৪), ফিলিপ তালুকদার (৩৫), শহিদুল (৩৩), মহারাজ তালুকদার (৪০) লিটন (৩৬), রিয়াজ (৩০) ও মামুন (৩৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করা হয়। সেখানে রাজু মোল্লা, ফিলিপ, মামুন ও রিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়।

মহাজোট প্রার্থীর সমর্থকরা আহত হওয়ার খবরে দেশীয় অস্ত্র নিয়ে তারা পাল্টা হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২০টি নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ সময় মহাজোটের ১০জন সমর্থক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহাজোট প্রার্থীর বিক্ষুব্ধ কর্মীরা ধানীসাফ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মঞ্চসহ শহরের বহেরা তলা, মিরুখালী, গুলিশাখালী, দাউদখালী, টিকিকাটা, বেতমোর রাজপাড়াসহ বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুর করে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন স্থানে দুই পক্ষেরে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর