Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে দেড় কেজি স্বর্ণ, ২শ’ কার্টন সিগারেট জব্দ


২১ ডিসেম্বর ২০১৮ ০২:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ ও ২শ’ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ ও সিগারেট দেশে আনার ঘটনায় জড়িত থাকার অপরাধে এক যাত্রী এবং তাকে সহায়তা করার অপরাধে সিভিল এভিয়েশনের দুই কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

আটক যাত্রীর নাম মোহাম্মদ মাহবুবুর রহমান। সূত্র জানায়, তার কাছে সিভিল এভিয়েশনের বৈধকার্ড পাওয়া গেছে। মাহবুবুর রহমান এক সময় সিভিল এভিয়েশনের কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি এয়ারলাইন্স ব্যবসায় যুক্ত। আটক অন্য দু’জন হলেন, সিভিল এভিয়েশনের মালি শহীদুল্লাহ এবং গাড়ি চালকের সহযোগী (হেলপার) হাবিবুর রহমান।

দ্য কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ এর আওতায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের একটি দল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

সূত্র আরও জানায়, দুবাই থেকে ছেড়ে আসা ইকে৫৮৪ ফ্লাইটে বাংলাদেশে আসেন মাহবুবুর রহমান। তাকে প্রটোকল দেয় সিভিল এভিয়েশনের ওই দুই কর্মচারী।

এ বিষয় কাস্টমস হাউসের কর্মকর্তা অথেলো চৌধুরী বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার পরেই ওই যাত্রীর কাছে শুল্ককর আরোপযোগ্য পণ্য আছে কি না- তা জানতে চাওয়া হয়। তবে তিনি অস্বীকার করেন। কিন্তু তার কাছে থাকা চারটি লাগেজ ভর্তি সিগারেট পাওয়া যায়। পরে আরও তল্লাশি করা হলে, লাগেজের দরজা এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো দেড় কেজি ওজনের ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

সারাবাংলা/এএইচএইচ/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর